Home » , , » ২১ বছর পর পার্লামেন্ট বসছে মিয়ানমারে

২১ বছর পর পার্লামেন্ট বসছে মিয়ানমারে

Written By Unknown on Monday, January 10, 2011 | 10:03 PM

মিয়ানমারে দীর্ঘ ২১ বছর পর পার্লামেন্ট অধিবেশন বসতে যাচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল সোমবার জানায়, জান্তা প্রধান আগামী ৩১ জানুয়ারি নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। বিতর্কিত নির্বাচনের দুই মাস পর এ অধিবেশন ডাকা হলো। দেশটিতে ১৯৯০ সালের পর গত ৭ নভেম্বর প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জান্তা প্রধান জেনারেল থান শ'য়ের এক আদেশ উদ্ধৃত করে জানায়, আগামী ৩১ জানুয়ারি রাজধানী নেইপিদোতে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন বসবে। আঞ্চলিক আইনসভাগুলোর অধিবেশনও একই সময়ে বসবে।
জান্তা সমর্থিত 'ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি' দাবি করেছে, নির্বাচনে তারা ৮০ শতাংশ আসন পেয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।
জান্তা সরকার বিতর্কিত নির্বাচনী আইনের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী সু চিকে নির্বাচনের বাইরে রাখায় তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ওই নির্বাচন বর্জন করে। ১৯৯০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সামরিক জান্তা এনএলডির কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। সূত্র : এএফপি।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু