Home » , , , , » তপ্ত মরুভূমিতে একাকী ৪ বছরের শিশু...

তপ্ত মরুভূমিতে একাকী ৪ বছরের শিশু...

Written By Unknown on Wednesday, February 19, 2014 | 2:55 AM

সুবিশাল, তপ্ত মরুভূমিতে মাত্র ৪ বছর বয়সী একটি শিশু এদিক-সেদিক ঘুরছে। পিতামাতা, ভাইবোন বা অন্য কোন আত্মীয়-স্বজন তার সঙ্গে নেই। মারওয়ান নামে অবুঝ শিশুটির নিঃসঙ্গ মরুভূমি যাত্রার হৃদয়বিদারক এ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন জাতিসংঘের এক কর্মী।
যুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়া থেকে পালানোর সময় পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। জর্ডান ও সিরিয়া সীমান্তের কাছে একা একটি শিশুকে দেখতে পান জাতিসংঘের কর্মীরা। তার হাতে ছিল কাপড়চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীতে ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ। জর্ডানে অবস্থিত জাতিসংঘের হাই কমিশনার ফর রেফ্যিউজিস’র (ইউএনএইচসিআর) মুখপাত্র অ্যান্ড্রু হার্পার শিশুটিকে ক্যামেরাবন্দি করেছেন। এরপর জাতিসংঘের ত্রাণকর্মীরা ছোট্ট শিশুটিকে সীমান্ত পার হয়ে জর্ডানে ঢুকতে সাহায্য করেন। এরপরই মারওয়ানের পরিবারকে পাওয়া গেছে জানিয়ে একটি টুইট করেন হার্পার। দ্বিতীয় অপর একটি ছবি টুইটারে আপলোড করেন। তাতে জাতিসংঘের এক ত্রাণকর্মীকে সীমান্ত অতিক্রমে শিশুটিকে সাহায্য করতে দেখা যায়। জর্ডান সীমান্ত অতিক্রম করার অল্প সময় পর মারওয়ান নিরাপদে তার মা ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পুুনর্মিলিত হয়েছে বলে টুইট করেন হার্পার। এ খবর দিয়েছে মেইল অনলাইন। শিশুটি পরিবারের সদস্যদের কাছ থেকে কবে বিচ্ছিন্ন হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত সোমবার সন্ধ্যার দিকে এক রিপোর্টার টুইটারে লেখেন পরিবারের সদস্যদের চেয়ে মাত্র ২০ কদম দূরে ছিল মারওয়ান। এক পর্যায়ে তারা তাকে হারিয়ে ফেলেন। মারওয়ানের ছবিটি সিরিয়া যুদ্ধে হারিয়ে যাওয়া বা পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয় ভাগ্য-বঞ্চিত শিশুদের প্রতিচ্ছবি। হার্পার গত কয়েক দিনে সিরিয়া যুদ্ধের ভয়াবহ বাস্তবতায় শিশুদের মানবেতর পরিস্থিতি ক্যামেরাবন্দি করে ব্যাপক আলোচিত হয়েছেন।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু