Home » , , , » একে-৪৭ রাইফেলের উদ্ভাবক কালাশনিকভের মৃত্যু

একে-৪৭ রাইফেলের উদ্ভাবক কালাশনিকভের মৃত্যু

Written By Unknown on Tuesday, December 24, 2013 | 7:52 AM

কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের (একে-৪৭) উদ্ভাবক মিখাইল কালাশনিকভ ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গত নভেম্বর মাসে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রুশ কর্মর্তারা জানিয়েছেন, রাশিয়ার রাজধানী মস্কোর ৬০০ মাইল পূর্বে অবস্থিত নিজ শহর ইজহেভস্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। স্বয়ংক্রিয় এ আগ্নেয়াস্ত্রটি বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলোর একটি। রাইফেলটি তৈরির খরচ কম। একই সঙ্গে এটি বেশ নির্ভারযোগ্য ও এটি রক্ষণাবেক্ষণ করাও বেশ সহজ। একে-৪৭’র সাধারণ ডিজাইনটিই একে অসাধারণ ও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলে। রাষ্ট্রীয় মর্যাদায় কালাশনিকভকে ভূষিত করা হলেও, তিনি নিজের উদ্ভাবিত রাইফেলটি থেকে অল্পই আয় করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০ বছর বয়সেই তিনি রাইফেলটির ডিজাইন তৈরি করেছিলেন। ১৯৪৯ সালে সোভিয়েত সেনাবাহিনীর প্রধান অস্ত্র হিসেবে কালাশনিকভ রাইফেল অন্তর্ভুক্ত করা হয়েছিল। রাশিয়ার নিরাপত্তা বাহিনী ও পুলিশ এখন পর্যন্ত এ অস্ত্র ব্যবহার করছে। তবে, কালাশনিকভের মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। সোভিয়েত শাসনামলে বীরের উপাধি পেয়েছিলেন তিনি। ১৯১৯ সালের ১০ই নভেম্বর পশ্চিম সাইবেরিয়ায় কালাশনিকভের জন্ম। দরিদ্র এক কৃষকের পরিবারে জন্ম তার। ১৮ ভাই-বোনের মধ্যে বড় হওয়া কালাশনিকভ কোনদিন স্কুলে পা রাখেননি। এমন উদ্ভাবন তাকে পীড়া দেয় বলে মন্তব্য করেছিলেন ২০০৮ সালে। কারণ, সন্ত্রাসী সব গোষ্ঠী অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় তার অস্ত্র থেকেই গুলি ছোঁড়ে। আর, তাতে প্রাণ হারায় নিরীহ মানুষ।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু