Home » , , , » ২০০৯ সালে ভারতে ১৭ হাজার কৃষকের আত্মহত্যা

২০০৯ সালে ভারতে ১৭ হাজার কৃষকের আত্মহত্যা

Written By Unknown on Monday, January 17, 2011 | 9:33 PM

ভারতে ১৭ হাজারেরও বেশি কৃষক ২০০৯ সালে আত্মহত্যা করেছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা সাত শতাংশ বেশি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) গতকাল সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ কথা জানায়।

'ভারতে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যা' শীর্ষক প্রতিবেদনে এনসিআরবি জানায়, ২০০৯ সালে ১৭ হাজার ৩৬৮ কৃষক আত্মহত্যা করেন। আত্মহত্যার হার সবচেয়ে বেশি ছিল মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে। কিন্তু কী কারণে কৃষক আত্মহননের পথ বেছে নেয়, সে ব্যাপারে কিছু জানায়নি ব্যুরো।
টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস) জানায়, ৩৭ বছরের মধ্যে ২০০৯ সালের বর্ষাকাল ছিল সবচেয়ে বৃষ্টিহীন। এতে দেশব্যাপী বিশেষ করে, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোয় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঠিকমতো ফলন ঘরে তুলতে পারেনি কৃষক। তাদের মাথায় ঋণের বোঝা বেড়ে যায়।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে অনেকে আত্মহননের পথ বেছে নেয় বলে মনে করে টিআইএসএস। সংস্থাটির দাবি, ভারতে শহরাঞ্চলে আর্থিক উন্নয়ন হলেও এখনো তিনজনের দুইজন গ্রামে বাস করে। ২০০৯ সাল পর্যন্ত গত ১০ বছরে ভারতে দেড় লাখ কৃষক আত্মহত্যা করেছে। সূত্র : এএফপি।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু