Home » , » কিছু কেন্দ্রে অনিয়ম হলেও খুলনা-বরিশাল নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: বিএনপি

কিছু কেন্দ্রে অনিয়ম হলেও খুলনা-বরিশাল নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: বিএনপি

Written By Unknown on Thursday, January 13, 2011 | 7:08 AM

কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুললেও খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভায় নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বরিশালের গৌরনদী, মেহেন্দীগঞ্জ ও পিরোজপুরের স্ব্বরূপকাঠী পৌরসভার নির্বাচন নিয়ে বিএনপি অভিযোগ তুলেছে।

দলটি এই তিন পৌরসভায় আবারও নির্বাচনের দাবি জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ‘তিনটি স্থান (গৌরনদী, মেহেন্দীগঞ্জ ও স্ব্বরূপকাঠী) ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ওইসব কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। আমাদের কোনো এজেন্টকে সেখানে থাকতে দেওয়া হয়নি। সাধারণ ভোটাররাও ভোট দিতে পারেননি। তাই ওইসব পৌরসভায় আমরা আবারও নির্বাচনের দাবি জানাই।’
নজরুল ইসলাম খান বলেন, ‘গৌরনদী, মেহেন্দীগঞ্জ ও স্ব্বরূপকাঠীতে এ ঘটনা না ঘটলে আমরা সরকারকে শুভেচ্ছা জানাতাম। শুভেচ্ছা জানাতে কার্পণ্য নাই। কিন্তু এ ঘটনাগুলো না ঘটলে আমরা অভিনন্দন জানাতাম।’
সংবাদ সম্মেলনে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান, সাধারণ সম্পাদত শরাফত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু